বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

0
বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

মহান বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া। 

শনিবার (১৩ ডিসেম্বর) সিডনির বোকালহাম মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

খেলার আগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সংগঠনের সভাপতি নিকেশ নাগ ও সাধারণ সম্পাদক কমল জোয়াদ্দার বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক কমল জোয়াদ্দার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মদান করেছেন আমরা তাদের জন্য গর্বিত। সেসময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের জন্য যুদ্ধ করেছিল। আজও দেশের স্বার্থে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের দায়িত্ব।

সংগঠনের সভাপতি নিকেশ নাগ বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশান্ত পাড়ের এই দেশে বসেও আমরা আমাদের মহান বিজয় দিবস পালন করতে পারছি-এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাস ও বাঙালি সংস্কৃতির মূল ধারাকে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।

সংগঠনের অন্যতম সদস্য ও প্রীতি ক্রিকেট ম্যাচের তত্ত্বাবধায়ক বিশ্বজিত চক্রবর্তী বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট ম্যাচ আয়োজনের আনন্দই আলাদা। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল সন্তানেরা পাক বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই আমরা উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here