বিজয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত

0
বিজয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত

মহান বিজয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনী ও কোস্ট গার্ড পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দিবসটি উপলক্ষে নৌবাহিনীর দিগরাজ নেভাল জেটিতে বিএনএস আবু বকর যুদ্ধ জাহাজ মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এছাড়া কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর জেটিতে বিসিজিএস কামরুজ্জামান ও তৌহিদ যুদ্ধ জাহাজও বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ যুদ্ধ জাহাজ দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় জমান। 

আগত দর্শনার্থীদেরকে এ যুদ্ধ জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকান্ডের বিষয়ে সম্মুখ ধারণা প্রদান করেন জাহাজের নাবিকেরা। এছাড়া আগতরা জাহাজগুলোর সক্ষমতার পাশাপাশি আধুনিকায়ন ও সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। সাধারণ মানুষ এ সকল যুদ্ধ জাহাজ পরিদর্শন করতে পারায় অন্যরকম এক আনন্দ প্রকাশ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here