কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৮

0
কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৮

বরিশালের গৌরনদীতে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে থেমে থাকা যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, সামনে গাড়ি থাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস দুর্ঘটনাস্থলে থেমে ছিলো। আকস্মিকভাবে বেপরোয়াগতিতে আসা একটি কাভার্ডভ্যান সজোরে থেমে থাকা মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে যাত্রীবাহী মাইক্রোবাসটি ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। আহতরা সবাই বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here