মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর সার্কিট হাউস প্রাঙ্গণে পুলিশ প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর মেহেরপুর কলেজমোড় ও জেলা প্রশাসনের কার্যলয়ে স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
পরে পর্যায়ক্রমে মেহেরপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা বিএনপিসহ বিভিন্ন অফিস, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে। এরপর মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া দিনজুড়ে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

