আখতার রাফি : আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে আশুলিয়ায় একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে বিজয় র্যালিটি জাতীয় স্মৃতিসৌধে এসে শেষ হয়। এসময় তারা স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম, বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে ইত্যাদি স্লোগান দিতে থাকে। বিজয় র্যালি শেষে মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

