চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?

0
চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?

চীনের অত্যাধুনিক সামরিক সরঞ্জামের মধ্যে অন্যতম নতুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, ‘টাইপ ৯৯বি’। উচ্চ-উচ্চতা এবং তীব্র ঠান্ডা আবহাওয়ার মতো পরিস্থিতিতে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনার জন্য উন্নত করা হয়েছে। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই আপগ্রেড হওয়া ট্যাঙ্কটি সম্ভবত ভারত সংলগ্ন হিমালয় সীমান্তে মোতায়েন করা হতে পারে।

এই ট্যাঙ্কটি হলো টাইপ ৯৯ সিরিজের সাঁজোয়া যানের সর্বশেষ মডেল। গত সেপ্টেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বিশাল বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে যে সমস্ত সামরিক সরঞ্জাম উন্মোচন করা হয়েছিল, সেগুলোর মধ্যে এই ট্যাঙ্কটিও ছিল।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আপগ্রেড করা এই মডেলটিতে একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ট্যাঙ্কটিকে বিভিন্ন ধরনের ভূখণ্ডে এর চালনা ক্ষমতা এবং ইলেকট্রনিক সিস্টেমের পরীক্ষা চালানো হচ্ছে। এছাড়াও এর লাইভ-ফায়ার মহড়াও প্রদর্শিত হয়।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here