ব্যাট হাতে রান না এলেও নিজের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় নেই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। ধর্মশালায় গতকাল ম্যাচ জয়ের পর তিনি বলেন, বর্তমানে রান না পেলেও ব্যাটিংয়ের ছন্দে কোনো ঘাটতি দেখছেন না তিনি।
শেষ ২২ ইনিংসে মাত্র ২৫১ রান করেছেন সূর্যকুমার। ধর্মশালার ম্যাচে ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ দিকে ব্যাট করতে নামেন তিনি। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সুযোগ থাকলেও ১১ বলে ১২ রান করে আউট হন। ইনিংসে দুটি চার মারলেও নিজের পরিচিত র্যাম্প শট খেলতে গিয়ে উইকেট হারান।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘নেটে আমি খুব ভালো ব্যাট করছি। রান আসবেই। সত্যি বলতে এখন রান পাচ্ছি না, কিন্তু ফর্মে আছি।’
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে পেসারদের বিপক্ষে ১৮ ইনিংসে সূর্যকুমারের সংগ্রহ মাত্র ১২২ রান। এ সময় ১৪ বার আউট হয়েছেন তিনি। চলতি বছরে তার ব্যাটিং গড় নেমে এসেছে ১৪.২-এ। এত কম রান সত্ত্বেও নিজের ব্যাটিং নিয়ে ইতিবাচকই আছেন ভারত অধিনায়ক।
দল জয় পাচ্ছে বলেই নিজের রানখরাকে বড় করে দেখছেন না সূর্যকুমার। সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘হার থেকে শিক্ষা নেওয়া জরুরি। আমরা সেটাই করেছি। খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করিনি, নিজেদের ওপর ভরসা রেখেছি। তাতেই ম্যাচটা আমাদের দিকে এসেছে।’

