ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের

0
ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের

প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে নতুন আশার আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হলে তাতে আপত্তি নাও করতে পারে রাশিয়া।

জার্মানির রাজধানী বার্লিনে টানা দুই দিনের উচ্চপর্যায়ের আলোচনার পর এই অগ্রগতি সামনে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। রবিবার পাঁচ ঘণ্টার বেশি এবং সোমবার প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রায় ৯০ শতাংশ বিষয়ে এখন সমঝোতা হয়েছে। তাদের মতে, ইউক্রেনের ইইউ সদস্যপদে রাশিয়ার সম্মতি বড় ধরনের ছাড় হিসেবে বিবেচিত হবে। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেও বলেছেন, ইউক্রেনের ইইউতে যোগদানে রাশিয়ার আপত্তি নেই।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এই আলোচনা ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চয়তা (যুদ্ধের পর ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি) এবং পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চল নিয়ে মতপার্থক্য কিছুটা কমেছে।

তবে বড় বাধাও রয়ে গেছে। রাশিয়া এখনো দাবি করছে, দোনেৎস্ক অঞ্চলের কিছু এলাকা থেকে ইউক্রেন সেনা সরিয়ে নিতে হবে। জেলেনস্কি এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। তবে তিনি জানিয়েছেন, শক্ত নিরাপত্তা নিশ্চয়তা পেলে আপাতত ন্যাটো সদস্যপদের চেষ্টা স্থগিত রাখতে পারেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি সিনেটে উপস্থাপন করা হতে পারে। তবে এই প্রস্তাব কতদিন কার্যকর থাকবে, তা নিশ্চিত নয়।

আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের ওপর দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর চাপ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে এখনো সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here