ইউক্রেনের ন্যাটো-বহির্ভূত মর্যাদা শান্তি আলোচনার ‘মূলভিত্তি’ : ক্রেমলিন

0
ইউক্রেনের ন্যাটো-বহির্ভূত মর্যাদা শান্তি আলোচনার ‘মূলভিত্তি’ : ক্রেমলিন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় দেশটির ন্যাটো-বহির্ভূত মর্যাদা একটি ‘মূলভিত্তি’ বলে জানিয়েছে পুতিনের দপ্তর ক্রেমলিন।
   
সোমবার মস্কো থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেন, ইউক্রেন ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে জোটের কিছু সদস্য বিপক্ষে অবস্থান করছে।

নিয়মিত এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি অন্যতম মূলভিত্তি এবং বিশেষ আলোচনার প্রয়োজন রয়েছে।

তিনি আরো বলেন, জেলেনস্কি যখন যুক্তরাষ্ট্রের দূত এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বার্লিনে উপায় খোঁজার আলোচনায় বসেছেন, রাশিয়া আশা করছে-যুক্তরাষ্ট্র আমাদের সেই ধারণাটিই দেবে যা আজ বার্লিনে আলোচনা হচ্ছে।

এদিকে, সোমবার যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্লিনে মার্কিন আলোচকদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শুরু করেছেন।

সূত্র : এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here