বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর পৌর শহরের বাজার ষ্টেশনে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যলয়ে এ দোয় মাহফিলের আয়োজনে দোয়া করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, সাধারণ সম্পাদক এম.এ ওহাব, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন, জেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিকদলের সভাপতি মো: সোলাইমান শেখ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ, সহ-সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

