মাদারীপুরে কিশোরী অপহরণের ঘটনায় গ্রেফতার ৩

0
মাদারীপুরে কিশোরী অপহরণের ঘটনায় গ্রেফতার ৩

মাদারীপুরের কালকিনিতে অপহরণের ১৪ দিন পর কিশোরীকে উদ্ধারের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের সঞ্জিত হালদারের ছেলে সুব্রত হালদার, গোবিন্দ হালদারের ছেলে প্রশান্ত হালদার এবং লক্ষণ মধুর ছেলে নয়ন মধু।

পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর উপজেলার আলিনগর ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আলী আজগরের মেয়েকে কালীগঞ্জ বাজার এলাকা থেকে অপহরণ করে তিন যুবক। এ ঘটনায় কিশোরীর পরিবার বাদী হয়ে মামলা করেন। পরে মামলার কালকিনি থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের অবস্থান নিশ্চিতের পর অভিযান চালয়ে তাদের গ্রেফতার করে। সেই সাথে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। 

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, উদ্ধার হওয়া কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here