চুয়াডাঙ্গায় হঠাৎ আবহাওয়া পরিবর্তন, আকাশে ঘন কুয়াশা

0

সারাদেশে যখন জ্যৈষ্ঠের তাপপ্রবাহ বয়ে চলেছে তখন হঠাৎ করেই চুয়াডাঙ্গার আকাশে দেখা দিয়েছে ঘন কুয়াশা। শনিবার সন্ধ্যার পর এবং রবিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এ কুয়াশা দেখা যায়। এটা অস্বাভাবিক আবহাওয়া এবং বাতাসে জলীয়বাষ্প বৃদ্ধির কারণে এমনটা হয়েছে বলে আবহাওয়া পর্যবেক্ষকরা মনে করছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, হঠাৎ করেই শনিবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গার আকাশে কুয়াশা দেখা দেয়। রবিবার সকালেও একই অবস্থা বিরাজ করে। ঘন কুয়াশার কারণে ফোটা ফোটা পানির কণাও পড়তে দেখা যায়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৯ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here