বাসে চালের বস্তায় মিললো ৩৮ লাখ টাকা

0

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী একটি বাস তল্লাশি করে চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ মে) দুপুরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় নিয়মিত তল্লাশিকালে চালের বস্তা থেকে  এ টাকা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সন্দেহজনক মমিনুর ইসলামকে (৩২) আটক করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরের কিশামত গ্রামে।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক এসআই আঙ্গুর বলেন, টাকা উদ্ধারের পর আটককৃত ওই ব্যক্তি দাবি করে বলেন, মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তার কথামতো বিষয়গুলো যাচাই বাছাই করা হচ্ছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, চালের বস্তায় সন্দেহজনক ৩৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এসময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here