রানঅফে ভোট দিলেন এরদোয়ান-কিলিচদারোগলু

0

তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রানঅফ বা দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ভোট দিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কামাল কিলিচদারোগলু।

রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। 

অন্যদিকে, কামাল কিলিচদারোগলু রাজধানীর আঙ্কারায় আর্জেন্টিনা প্রাইমারি স্কুলে ভোট দিয়েছেন।  আগের নির্বাচনের তৃতীয় প্রার্থী সিনান ওগান কোচাতেপে মিমার আনাদোলু হাই স্কুলে ভোট দেন।

প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারায় নতুন করে এই ভোটগ্রহণ হচ্ছে।

এর আগে গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং দেশটির ৬০০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ। এরদোগানের পিপলস অ্যালায়েন্স পার্লামেন্টে ছয় দলীয় বিরোধী জোটের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

কিন্তু ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে গড়ায় নির্বাচন। যদিও বিরোধী জোটের প্রার্থী থেকে অনেকটা এগিয়ে ছিলেন এরদোগান।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here