কক্সবাজারে মো. আনাছ (২০) নামে এক কিশোরকে হত্যার দায়ে সোহেল প্রকাশ সোহেল্যা নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রবিবার এ রায় ঘোষণা করেন। আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামির পক্ষে অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা মামলাটি পরিচালনা করেন।