ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুর্দান্ত শক্তির প্রমাণ দিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল।
১৭৫ রানের জবাবে মাত্র ১২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৭৪ রানে। টি–টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটিই।
এই ম্যাচেই ভারতের পেস তারকা জাসপ্রিত বুমরাহ টি-টোয়েন্টিতে দেশের দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে নাম লেখান। তার আগে এই ফরম্যাটে ভারতের হয়ে তিন অঙ্কের উইকেট আছে শুধু অর্শদিপ সিংয়ের (বর্তমানে ১০৭ উইকেট)।
অন্যদিকে, ১০০ উইকেটের ক্লাবে বাংলাদেশের আছেন তিন বোলার। এর মধ্যে দুইজন রয়েছেন বিশ্বসেরা পাঁচের তালিকায়।
১৮২ উইকেট নিয়ে তালিকার শির্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের টিম সাউদি। তিনি নিয়েছেন ১৬৪ উইকেট। তৃতীয় স্থানে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ১৬৮ উইকেট। পঞ্চম স্থানে সাকিব আল হাসান ১৪৯ উইকেট। বাংলাদেশের আরেক তারকা তাসকিন আহমেদও আছেন ১০০ উইকেটের ক্লাবে। তার ঝুলিতে এখন ১০৬ টি–টোয়েন্টি উইকেট।

