সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ আর নেই

0
সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ আর নেই

অস্ট্রেলিয়ার লাখ লাখ শিশু বুধবার ঘুম থেকে উঠে দেখবে, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট আর চালু নেই। দেশটিতে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার যে আইন পাস হয়েছিল, সেটি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া এমন কঠোর বিধিনিষেধ চালু করল। সরকারের দাবি, এই পদক্ষেপ শিশুদের আসক্তিমূলক অ্যালগরিদম, অনলাইন বুলিং ও শিকারিদের হাত থেকে রক্ষা করবে।

সিএনএন জানায়, নতুন আইন কার্যকর হওয়ার পর বিশ্বজুড়ে আলোচনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারকেরা অস্ট্রেলিয়ার এই উদ্যোগ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

নিষেধাজ্ঞার আওতায় এসেছে ১০টি বড় প্ল্যাটফর্ম—ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, রেডিট, কিক, টুইচ ও এক্স। প্ল্যাটফর্মগুলো জানিয়েছে, তারা নতুন বয়স যাচাইকরণ প্রযুক্তি ব্যবহার করবে। তবে তাদের কেউ কেউ মনে করছে, এত বড় পদক্ষেপ বাস্তবে শিশুদের নিরাপত্তা দেবে কি না—এ নিয়ে প্রশ্ন থাকছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবনিজ বলেছেন, কিছু শিশু ও তাদের বাবা–মা হয়তো নিষেধাজ্ঞা ভঙ্গ করবে, কিন্তু এর জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই। তাঁর মতে, এটি নিখুঁত নাও হতে পারে, তবে সমাজকে জানাতে হবে কোন আচরণ গ্রহণযোগ্য।

আইন অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোকে প্রমাণ করতে হবে তারা ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করতে এবং নতুন অ্যাকাউন্ট খুলতে বাধা দিতে যুক্তিসংগত ব্যবস্থা নিয়েছে। তা না হলে প্রায় ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

সিএনএন আরও জানায়, পদক্ষেপের অংশ হিসেবে স্ন্যাপচ্যাট তিন বছরের জন্য শিশুদের অ্যাকাউন্ট স্থগিত রাখবে। ইউটিউব ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে লগ আউট করবে, তবে লগ ইন না করেও ভিডিও দেখা যাবে। টিকটক জানিয়েছে, বয়স যাচাইকরণের পর অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং শিশুদের পোস্ট করা কনটেন্ট আর দেখা যাবে না।

এদিকে নিরাপদ বিবেচনায় ডিসকর্ড, রোবলক্স, গুগল ক্লাসরুম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব কিডসসহ আরও কয়েকটি প্ল্যাটফর্ম শিশুদের জন্য খোলা থাকবে। তবে রোবলক্স নিয়ে সমালোচনা শুরু হয়েছে, কারণ প্ল্যাটফর্মটি শিশুদের লক্ষ্য করে অপব্যবহারের অভিযোগে আগে থেকেই বিতর্কে রয়েছে।

বয়স যাচাইয়ের জন্য লাইভ ভিডিও সেলফি, নথিপত্র বা ইমেইল যাচাইয়ের পদ্ধতি ব্যবহার করা হবে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর অস্ট্রেলিয়ার কিশোরেরা বিকল্প অ্যাপ খুঁজতে শুরু করেছে। এর ফলে ইয়োপে ও লেমন৮ অল্প সময়েই হাজার হাজার নতুন ব্যবহারকারী পেয়েছে।

সরকার জানিয়েছে, আইন কার্যকর হওয়ার পর শিশুরা বাইরে সময় কাটাচ্ছে কি না, বই পড়ছে কি না বা মানসিক স্বাস্থ্যে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে কি না—তা পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে দেখবে, নিষিদ্ধ প্ল্যাটফর্ম ছেড়ে শিশুরা আরও ঝুঁকিপূর্ণ অনলাইন জগতে যাচ্ছে কি না।

এই পুরো প্রক্রিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় মূল্যায়ন করা হবে এবং বৈশ্বিক নীতিনির্ধারণে সহায়তার জন্য গবেষণার ফল প্রকাশ করা হবে।

সোর্স: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here