ইলন মাস্ক, মার্ক জাকারবার্গের আদলে রোবট কুকুর

0
ইলন মাস্ক, মার্ক জাকারবার্গের আদলে রোবট কুকুর

শরীরটা কুকুরের, কিন্তু মাথা ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, অ্যান্ডি ওয়ারহলসহ আরও পরিচিত কয়েকজন মানুষের আদলে বানানো। এমনই এক ব্যতিক্রমী রোবট কুকুরের প্রদর্শনী এখন সোশ্যাল মিডিয়ার আলোচনায়। পুরো আয়োজনটির কিউরেশন করেছেন ডেস্টিনি রস সাটন, যিনি সব রোবটকে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে দর্শক একই সঙ্গে বিস্মিত ও প্রশ্নবিদ্ধ হন।

রোবট কুকুরগুলো শুধু দাঁড়িয়ে থাকেনি। তারা চারপাশের ছবি তুলেছে এবং পেছনে লাগানো ছোট্ট প্রিন্টার থেকে সেই ছবি সঙ্গে সঙ্গে ছাপিয়েও বের করেছে। এই অংশের পেছনে আছেন ডিজিটাল শিল্পী মাইক উইঙ্কেলম্যান, যিনি বিপল নামে বেশি পরিচিত।

তাঁর মতে, এই প্রকল্পটি শুধু শিল্প নয়—এটি প্রযুক্তি আর মানুষের সম্পর্ককে নতুনভাবে দেখার সুযোগ।

বিপল বলেন, এই পুরো কাজের উদ্দেশ্য হলো মানুষ, যন্ত্র আর সৃজনশীলতার সীমারেখা কোথায় মিলিয়ে যায়—তা দেখানো। তাঁর ভাষায়, আজকের অ্যালগরিদম-চালিত দুনিয়ায় আমরা কী দেখি, কী বিশ্বাস করি বা কী নিয়ে মতামত দিই—তার বড় অংশই নির্ধারণ করে সফটওয়্যার।

সোশ্যাল মিডিয়া কনটেন্ট থেকে শুরু করে আমাদের দৃষ্টিভঙ্গি পর্যন্ত সবকিছুই কোনো না কোনো অ্যালগরিদমের মাধ্যমে ফিল্টার হয়ে আসে। তিনি তাই রোবট কুকুরের ভেতর দিয়ে প্রশ্ন তুলেছেন—সৃজনশীলতার ভবিষ্যৎ কি মানুষের হাতে, নাকি প্রযুক্তির?

সূত্র: বিবিসি বাংলা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here