সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

0
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বায়ুদূষণ নিয়ন্ত্রণে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধসহ সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাধিক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার এক চিঠিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি গত ৪ ডিসেম্বরের হলেও আজ মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি বিবেচনায় বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কয়েকটি কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে।

কার্যক্রমগুলো হলো-শিক্ষাপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা, গাছের লতাপাতা এবং বায়োমাস উন্মুক্তভাবে না পোড়ানো। শিক্ষাপ্রতিষ্ঠানের সৃষ্ট জৈব আবর্জনা, গাছের লাতাপাতা এবং বায়োমাস না পুড়িয়ে নির্দিষ্ট স্থানে গর্তের মধ্যে সংরক্ষণ করে জৈব সার বা কম্পোস্ট তৈরি করার পদক্ষেপ নেওয়া। শিক্ষাপ্রতিষ্ঠানের সৃষ্ট ধুলাবালু ও ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে যেখানে-সেখানে না ফেলে সিটি করপোরেশন বা পৌরসভার নির্ধারিত স্থানে ফেলা।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ, মাঠ, খোলা জায়গায় নিয়মিত পানি ছেটানোর ব্যবস্থা করা। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ ঘাস বা গাছপালা লাগিয়ে আবৃত রাখা। বায়ুদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

প্লাস্টিক বর্জ্যগুলোকে জৈব বর্জ্য বা বায়োমাসের সঙ্গে না মিশিয়ে উৎসে পৃথককরণ করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বিধি-৬ মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here