নচিকেতাকে দেখতে হঠাৎ হাসপাতালে মমতা

0
নচিকেতাকে দেখতে হঠাৎ হাসপাতালে মমতা

গায়ক নচিকেতা চক্রবর্তীকে দেখতে হাসপাতালে গেলেন পশ্চিমবঙ্গের ‍মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ মঙ্গলবার দুপুরের দিকে মমতা কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে হঠাৎ উপস্থিত হন। সেখানে তিনি পনেরো মিনিটের মতো অবস্থান করেন।

এসময় নচিকেতার চিকিৎসার খোঁজ খবর নেন মমতা। গায়ককে তিনি নিজের ‘ভাই’ বলে সম্বোধন করেন। স্বাভাবিক ভাবেই তিনি মৃদু শাসনও করেন নচিকেতাকে। গায়ক যাতে আগামী দিনে শরীরের যত্ন নেন, সে বিষয়ে নানা কথা বলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুটো স্টেন্ট বসানোর পর দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে নচিকেতার। ইতিমধ্যেই তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। খাওয়াদাওয়া করছেন। সকলের সঙ্গে কথা বলছেন নচিকেতা। পছন্দের বই পড়ছেন। একটু সুস্থ হতেই তিনি নাকি ফিরতে চেয়েছেন মঞ্চানুষ্ঠানে। যদিও এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট শুরু হয় নচিকেতার। ঘামতে থাকেন। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হার্টে ব্লকেজ। তখনই অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here