জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা-ব্রাজিল ক্লাব ম্যাচ স্থগিত

0
জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা-ব্রাজিল ক্লাব ম্যাচ স্থগিত

বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে লাতিন-বাংলা সুপার কাপের আয়োজক এএফবি বক্সিং প্রমোশনকে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লোন ও ব্রাজিলের সাও বার্নার্দোর মধ্যকার ম্যাচটি স্থগিত হয়েছে।

এনএসসির সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আয়োজক প্রতিষ্ঠান ম্যাচ টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ পরিশোধ করেনি, ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শর্ত পালন করেনি এবং স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্ব সংক্রান্ত তথ্যও গোপন করেছে। এসব কারণেই স্টেডিয়াম বরাদ্দ বাতিল ও ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত সোমবার আর্জেন্টিনা দল ও বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের মধ্যকার ম্যাচের পর মাঠে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। টি স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রুবেল রেহানকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেয়। এনএসসি বলেছে, এই ঘটনাটিও স্থগিত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here