নেত্রকোনায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বেলা ১১টায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে স্মারক ডাকটিকিট উন্মুক্ত করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে দিবসটি নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ভিপি লিটন ও জেলা প্রেসক্লাবের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here