বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এ আয়োজন করেন।
মঙ্গলবার কম্বলগুলো বিতরণ করা হয় মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট (দক্ষিণ ইসলামপুর) এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদের বাড়ি থেকে।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মো. কামরুজ্জামানের সহধর্মিণী নুর ই জান্নাত রোশনী। তিনি প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

