রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের সভা

0
রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের সভা

বেগম রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান ফারুক, শিক্ষিকা শিরিনা বেগম, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ।

বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সমাজের শত প্রতিকূলতা মোকাবিলা করে অধিকার বঞ্চিত নারীদের মুক্তির আকুতি ধারন করে সংগ্রাম করেছেন। নারীদের শিক্ষা-সংস্কৃতি, আত্মনির্ভরশীলতার রুচি বিনির্মানে নিরন্তর সংগ্রাম করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে শুধু লালন করাই নয়, তা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করা আজ সময়ের দাবি। বক্তারা সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি, অশ্লীলতা, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা, পর্নোগ্রাফি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here