পেশির চোটে প্রায় ৪–৫ মাস মাঠের বাইরে থাকতে হবে এডার মিলিতাওকে। সবশেষ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এরপরই ক্লাব জানায়, মিলিতাওকে লম্বা সময় পাওয়া যাবে না।
বার্নাব্যুর ক্লাব ২০২৪–২৫ মৌসুমেও ডিফেন্সে বেশ ভুগেছে। এডার মিলিতাও লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। তার অনুপস্থিতিতে আন্তোনিও রুডিগার, রাউল আসেনসিও এবং ফ্রান্সিসকো গার্সিয়া চেষ্টা চালালেও কার্যত দৃশ্যমান উন্নতি হয়নি। শূন্য হাতেই মৌসুম শেষ করতে হয়েছে রিয়ালকে।
২০২৫–২৬ মৌসুমেও রিয়াল মাদ্রিদের মাথাব্যথার কারণ হলো চোট। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড প্রায়ই মাঠের বাইরে থাকছেন। রুডিগারের বিষয়টিও আলোচনায়—গত মৌসুম থেকেই অনিয়মিত তিনি। চোট সমস্যায় জর্জরিত রিয়াল এবার আরও দুটি দুঃসংবাদ পেল।
গুঞ্জন উঠেছে, চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন কিলিয়ান এমবাপে। চোটের কারণে মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও খেলতে পারবেন না ম্যাচটিতে।
স্প্যানিশ রেডিও ‘কাদেনা কোপে’ জানিয়েছে, বাঁ-পায়ের চোটে পড়েছেন এমবাপে। তাই তাকে পরবর্তী ম্যাচে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচের আগে অনুশীলনেও ছিলেন না এমবাপে—এতেই গুঞ্জনের ঢালপালা আরও বেড়েছে। ২০২৫–২৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা মিলিয়ে ২৫ গোল করেছেন এমবাপে। তাকে ছাড়া ম্যানসিটির বিপক্ষে ম্যাচে নামতে হলে রিয়ালকে এর খেসারত গুণতে হতে পারে।

