সাত দেশের প্রবাসী ভোটারদের ঠিকানা সংশোধনে সময় বাড়ল

0
সাত দেশের প্রবাসী ভোটারদের ঠিকানা সংশোধনে সময় বাড়ল

সৌদি আরবসহ সাতটি দেশের প্রবাসীদের ভোট দেওয়ার জন্য ঠিকানা সংশোধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসি জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, Postal Vote BD মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধু সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে অন্যান্য দেশগুলো থেকে নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ঠিকানা সংশোধনের আর কোনো সুযোগ থাকছে না।

বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৭৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

মঙ্গলবার বেলা পৌনে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here