গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

0
গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, গাইবান্ধা ও দুদক-রংপুরের যৌথ আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহায়তায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সনাক, ইয়েস, এসিজি ও বিএনসিসি সদস্যরা এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, সারিবদ্ধ ভাবে দাড়িয়ে মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সাইকেল র‌্যালি এবং ধারণাপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এসময় জেলা প্রশাসক বলেন, দুর্নীতিবিরোধী দিবসের সফলতা তখনই নিশ্চিত হবে যখন সব সরকারি দফতর সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কাঙিক্ষত সেবা দিতে সক্ষম হবে। সক দফতর প্রধানকে নৈতিকতা ও সুশাসনের চর্চা জোরদার করতে হবে। তবেই জনসেবায় আস্থা বাড়বে এবং উন্নয়ন হবে টেকসই। শিশুদের নীতি-নৈতিকতা, সততা ও স্বচ্ছতার চর্চায় উদ্বুদ্ধ করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here