শেবাগের চোখে আইপিএলের সেরা পাঁচ ব্যাটার যারা

0

আইপিএল শেষ হতে চলেছে। বাকি আর একটি ম্যাচ। রবিবার (২৮ মে) আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ গুজরাট। এরই মধ্যে আইপিএলের সেরা পাঁচ ব্যাটারকে বেছে নিলেন বীরেন্দ্র শেবাগ। 

যেখানে চলতি আইপিএলে তিনটি শতরান করা শুভমান গিল আর দুইটি শতরান করা বিরাট কোহলি নেই। আইপিএলের সেরা পাঁচ ব্যাটার হিসেবে শেবাগ বেছে নিয়েছেন রিঙ্কু সিং, শিবম দুবে, যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব ও হেনরিক ক্লাসেনকে। 

তুনি আরও জানান, এরপর আসবে যশস্বী জয়সোয়াল। তারপর সূর্যকুমার যাদব। একদিনের আন্তর্জাতিকে রান পায়নি সূর্য। আইপিএলের শুরুর দিকেও রান পাচ্ছিল না। তারপর কিন্তু দুরন্ত ফর্মে চলে এল। শেষে আসবে হেনরিক ক্লাসেন। হায়দরাবাদের হয়ে বেশিরভাগ রান ও একাই করেছে। মিডল অর্ডারে দলকে ভরসা জুগিয়েছে। স্পিন ও পেসের বিরুদ্ধে সমানভাবে সাবলীল দেখিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here