
গাজীপুরে বিপুল পরিমাণ শাড়ি-শার্টসহ চোরাই ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মোবারক আলী (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. মোবারক আলী ঠাকুরগাঁও জেলার সদর থানার কালীবাড়ী মহেশপুর এলাকার মো. ইমদাদুল হকের ছেলে।
রবিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি, দক্ষিণ) উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম খান জিএমপি’র গোয়েন্দা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগের এডিসি মো: খোরশেদ আলম।
এ ব্যাপারে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

