কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটায় জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে নিম্নোক্ত তিনটি ভাটার প্রত্যেককে এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা অর্থদন্ড ধার্যপূর্বক আদায় করা হয়। ভাটাগুলো হলো- নাগেশ্বরীর মেসার্স এস আর বি ব্রিকস,মেসার্স এম বি বি ব্রিকস, ও মেসার্স এম এইচ বি ব্রিকস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের সদস্যরা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
