নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে কিষাণীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার আটঘরে সারাবাংলা কৃষক সোসাইটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দাকুল-জিন্দাকাঠি মিশ্র ফল ও সবজি উৎপাদক সমবায় সমিতির সভাপতি বর্ণালী শিকদার।
সারাবাংলা কৃষক সোসাইটির অ্যাক্সেস প্রকল্পের আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এস এম রঞ্জুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সারাবাংলা কৃষক সোসাইটির সভানেত্রী রিতা ব্রহ্ম ও আটঘর মিশ্র ফল ও সবজি উৎপাদক সমবায় সমিতির সভাপতি বর্ণালী মণ্ডল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাবিবুর রহমান বলেন, কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেলে নারীর ক্ষমতায়ন আরও জোরদার হবে। এজন্য শস্য উৎপাদনে পূর্বপরিকল্পনা গ্রহণ ও আধুনিক পদ্ধতির ব্যবহার অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সঠিক নিয়মে চাষাবাদ করলে সর্বোচ্চ উৎপাদন সম্ভব হবে এবং এতে কৃষাণীরা নিঃসন্দেহে আরও লাভবান হবেন। তাদের অর্জিত আয় সংসারে যুক্ত হলে জীবনমানের উন্নয়ন ঘটবে এবং পরিবারেও তাদের গ্রহণযোগ্যতা বাড়বে।
উল্লেখ্য, সমাবেশে মোট ২২০ জন নারী অংশগ্রহণ করেন।

