ক্রাইস্টচার্চ টেস্টে প্রায় নিশ্চিত জয় হাতছাড়া করে ড্র নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। সেই ম্যাচেই আরও বড় ধাক্কার মুখে পড়ে কিউই শিবির, চোটের কারণে তিন গুরুত্বপূর্ণ বোলারকে হারিয়েছে তারা। সিরিজের বাকি অংশে খেলতে পারবেন না ম্যাট হেনরি, নাথান স্মিথ এবং মিচেল স্যান্টনার। আগেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল।
চোটে জর্জরিত দলে দুটি নতুন মুখ যুক্ত হয়েছে। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার মাইকেল রে। অভিষেকের অপেক্ষায় পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক।
কাইল জেমিসন ও উইল ও’রুরক এখনও পুনর্বাসন পর্যায়ে থাকায় তাদের ফেরানো যায়নি।
রে ও ক্লার্ক দুজনকেই প্লাঙ্কেট শিল্ডের তৃতীয় রাউন্ড থেকে তড়িঘড়ি দলে টেনে আনা হয়েছে। ২৪ বছর বয়সী ক্লার্ক এখন পর্যন্ত ২৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৭টি উইকেট নিয়েছেন, ব্যাট হাতে করেছেন ৮৯৩ রান। গত অক্টোবরে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ফোর্ড ট্রফিতে করেন প্রথম লিস্ট–এ সেঞ্চুরি।
আগামী বুধবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

