বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বগুড়ায় গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাঠজুড়ে হাজার হাজার মানুষের কণ্ঠে ‘আমিন’ ধ্বনি ওঠে।
সোমবার (৮ ডিসেম্বর) বাদ আছর শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি এ দোয়ার আয়োজন করে। গণ দোয়ায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ লাখো মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ। এছাড়া কৃষকদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ জেলার ১২টি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণ দোয়ায় অংশ নেন।
গণ দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মাঠজুড়ে হাজার হাজার মানুষের কণ্ঠে ‘আমিন’ ধ্বনি ওঠে। এর আগে, বেলা ২টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় অসংখ্য মুসল্লি মাঠে সমবেত হন। দোয়া মাহফিলটি অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের আবেগমাখা মিলনমেলায় পরিণত হয়।
গণ দোয়ার আগে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রামরত একজন জাতীয় ব্যক্তিত্ব। দেশবাসীর প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আমরা এ আশা করি।

