বগুড়ায় প্রায় ২৩ বছর ধরে ছদ্মবেশে পালিয়ে থাকার পর গ্রেফতার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান (৫৫)। দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন দণ্ডিত হাফিজুর রহমান। তিনি জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া মহল্লার মৃত আফজাল হোসেনের ছেলে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলায় ২০০২ সালে হাফিজুর রহমানের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। সোমবার দুপুরে বগুড়া শহরতলীর শাকপালা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ছিলিমপুর ফাঁড়ি পুলিশ।
এছাড়া রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। সেখানে মাদকদ্রব্য ৬ কেজি গাঁজা উদ্ধার করে মোকামতলা ফাঁড়ি পুলিশ। একই সাথে তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা ভাটাপাড়া এলাকার বিউটি খাতুন (৩৫), মেঘনা খাতুন (২৫) ও রোকেয়া বেগম (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

