গ্রিসের রাজধানী এথেন্সে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ক্রিসমাস বাজার অনুষ্ঠিত হয়েছে। এবারের উৎসবে বাংলাদেশ, পাকিস্তানসহ মোট ৪০টি দেশ অংশ নিয়েছে।
এবারও প্রতি বছরের মতো এথেন্সের গাজী এলাকায় আন্তর্জাতিক ক্রিসমাস বাজারের আয়োজন করে সুপরিচিত গ্রিক মানবিক সংগঠন Friends of the Child। প্রতিটি দেশ তাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, পোশাক, কারুশিল্প এবং ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করেছে, যা আন্তর্জাতিক দর্শকদের সামনে তাদের পরিচয় তুলে ধরেছে।
বাংলাদেশ দূতাবাসের স্টলটি বিশেষভাবে সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং উন্নয়নচিত্র তুলে ধরেছে। হাজারো দর্শনার্থী বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, পোশাক, নকশিকাঁথা এবং সজ্জাসামগ্রী ঘুরে দেখেছেন। দূতাবাসের সদস্যরা নারী ও শিশুদের হাতে মেহেদির নকশা অঙ্কনও করেছেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দর্শনার্থীরা এক ছাদের নিচে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখা, দেশীয় পোশাক কেনা ও উপহার সামগ্রী সংগ্রহ করার সুযোগ পেয়েছেন।

