মালদ্বীপে জমজমাট প্রীতি ফুটসাল ম্যাচ

0
মালদ্বীপে জমজমাট প্রীতি ফুটসাল ম্যাচ

দেশ থেকে হাজারো বর্গমাইল দূরেও থেমে নেই প্রবাসী বাংলাদেশি ফুটবল প্রেমিরা। বাংলাদেশ ফোরাম মালদ্বীপ মালে মহানগর পূর্ব ও পশ্চিমের উদ্যোগে শুক্রবার মালদ্বীপের রাজধানীর মালের মাফানো স্টেডিয়াম অনুষ্ঠিত হলো এ ফুটসাল প্রীতি ম্যাচ।

প্রবাসের মাটিতে লাল সবুজের পতাকার সম্মান অক্ষণ্ন রাখতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রবাসী বিভিন্ন কমিউনিটি ও প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হয় খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ও বাঙালি সংস্কৃতিক অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় শুক্রবার অনুষ্ঠিত হলো এই প্রীতি ফুটসাল টুর্নামেন্ট।

সংগঠনের প্রচার সম্পাদক মো. মাসুদুল ইসলাম মাসহুদ ও অফিস সহকারী মো. মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ তানজীর হোসেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. ইসমাঈল হারুন বান্না, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার।

বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জমজমাট এই ম্যাচে দলনেতা বেলায়েত হোসেনের নৈপুণ্যে ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করে মহানগর পশ্চিম দল। আর দলনেতা বাবু মিয়া মুন্সীর নেতৃত্বে মহানগর পূর্ব দল হয় রানার্সআপ। খেলার শুরু থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই আক্রমণ এবং পাল্টা আক্রমণে মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রবাসী দর্শকদের করতালি আর উৎসাহে মুখরিত ছিল পুরো ফুটসাল মাঠ। 

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর সবুর, মো. ইসমাইল হোসেন হাফেজ জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাকর্মী ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রবাসী।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘খেলাধুলা আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন অনৈতিক ও সামাজিক অপকর্ম থেকে দূরে থাকতে সহায়তা করে।’

এছাড়া তিনি মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করার আহ্বান জানান। ভবিষ্যতেও এরকম খেলাধুলাসহ দেশীয় সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার আশ্বাস দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here