ময়মনসিংহের হালুয়াঘাটে ১২ বোতল ফেনসিডিলসহ বিধু কর্মকার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। আটক বিধু কর্মকার টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের কালাছান কর্মকারের পুত্র।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়ের দিকনির্দেশনায় এসআই জাহিদুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ধারা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১২ বোতল ফেনসিডিলসহ আসামি বিধু কর্মকারকে হাতেনাতে আটক করা হয়।