ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে নয়ন মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের রান্ধুনীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নয়ন একই গ্রামের রাসেল মিয়ার পুত্র ও স্থানীয় জুগলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক চন্দন কুমার পাল বজ্রপাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরর করা হয়।