রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি!

0
রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি!

এমন সাফল্য আগে দেখেননি রণবীর সিং! গতকাল শুক্রবার মুক্তি পেয়েই তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই আয় ২৭ কোটি রুপি—রণবীরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং।

বিশেষজ্ঞদের ধারণা ছিল, সিনেমাটি প্রথম দিনে ১৫–১৮ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু ‘ধুরন্ধর’ প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেক দূর। এমনকি সাম্প্রতিক আলোচিত বলিউড সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয় (২১.৫০ কোটি রুপি)–কেও পেছনে ফেলেছে এটি।

রণবীরের আগের কয়েকটি হিট সিনেমাও নতুন রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, মুক্তির দিনে সারা ভারতে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩.৮১%। দেশজুড়ে ৪,০০০টির বেশি শো বুক করা হয়েছিল এবং সন্ধ্যার পর শোগুলোতে দর্শক উপস্থিতি বেড়ে ৫৫%-এরও বেশি হয়।

আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ-প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও আছেন- সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছেন। সিনেমাটি নির্মিত হয়েছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস’র ব্যানারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here