রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের সম্ভাব্য দিনক্ষণ জানালেন ইউক্রেনের কমান্ডার

0

বেশ কয়েক মাস ধরেই ইউক্রেন তাদের দখল করা অঞ্চলগুলো ফিরে পেতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে যাওয়ার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহের পাশাপাশি সেনাদের প্রশিক্ষণও দিচ্ছে তারা।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করতে ইউক্রেন প্রস্তুত।

তিনি সতর্ক করে বলেন, এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইউক্রেন সরকারের ‘ভুল করার কোনো সুযোগ নেই’।  কারণ, এটি একটি ঐতিহাসিক সুযোগ যা আমরা হারাতে পারি না।

সাক্ষাৎকারে বাখমুত থেকে পুতিনের ভাড়াটে ওয়াগনার বাহিনীর একটি অংশ প্রত্যাহার করার বিষয়টিও নিশ্চিত করেন দানিলভ। তবে তারা আরও তিনটি স্থানে পুনরায় সংগঠিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাখমুত থেকে তাদের সরে যাওয়ার অর্থ এই নয় যে তারা আমাদের সঙ্গে লড়াই বন্ধ করে দেবে।

বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরুর বিষয়ে জানতে চাইলে দানিলভ বলেন, এটি নিয়ে তারা বিচলিত নয়। তিনি বলেন, আমাদের কাছে এটি তেমন গুরুত্বপূর্ণ কোনো খবর নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here