চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করে আইনি জটিলতায় পড়লেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠৌর। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেছিলেন, ‘কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের বিভাজনের ভিত্তিতেই দেশ চলছে।’
এই মন্তব্যের পরপরই এই গায়িকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পহেলগাম হামলার ঘটনায় মোদিকে দায়ী করেন নেহা। মুহূর্তেই ভাইরাল হয় নেহার ওই মন্তব্য। ওই সময় নিজের বক্তব্যের পেছনে যুক্তি উপস্থাপন করে তিনি জানিয়েছিলেন, পহেলগামে পর্যটকদের হামলা, তাদের নিরাপত্তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। গায়িকা জানান, স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে সেই অধিকার তার আছে।
পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারে নেহা সিং রাঠৌর নিজের মন্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, তিনি কোনও প্রতিবাদী গান বাঁধেননি, বরং স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে পর্যটকদের নিরাপত্তা ও সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এদিকে, গায়িকার এই মন্তব্য জাতিগত বিদ্বেষ ও রাষ্ট্রবিরোধী মনোভাব ছড়াতে পারে, এমন অভিযোগ এনে লখনউয়ের হজরতগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন কবি অভয় প্রতাপ সিং (যিনি অভয় সিংহ নামেও পরিচিত)। তার দাবি, গায়িকার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো সমাজের শান্তি বিঘ্নিত করতে পারে।

