গাইবান্ধায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

0
গাইবান্ধায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

গাইবান্ধায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে নাজিম মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল অরোহী নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম মিয়া জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুরতলা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে একটি ডাম্প ট্রাক সাদুল্লাপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাকেলের সঙ্গে ডাম্প ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাজিম মিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শু-মঙ্গল কুমার দাস বলেন, ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটির কোনো তথ্য পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here