সীমিত পরিসরে পিঁয়াজ আমদানির অনুমোদন

0
সীমিত পরিসরে পিঁয়াজ আমদানির অনুমোদন

সীমিত পরিসরে পিঁয়াজ আমদানির জন্য অনুমোদন (আইপি) দিয়েছে সরকার। পিঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

এতে বলা হয়, পিঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পিঁয়াজ আমদানির অনুমতি প্রদান করা হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পিঁয়াজের অনুমোদন দেওয়া হবে।

গত ১ আগস্ট ২০২৫ থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পিঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here