অস্ট্রেলিয়ার কাছে সাবমেরিন বিক্রি করছে পেন্টাগন

0
অস্ট্রেলিয়ার কাছে সাবমেরিন বিক্রি করছে পেন্টাগন

যুক্তরাষ্ট্রের পেন্টাগন নিশ্চিত করেছে তারা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সঙ্গে অকাস নিরাপত্তা চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির আওতায়, অস্ট্রেলিয়া ১৫ বছরের মধ্যে কমপক্ষে তিনটি ভার্জিনিয়া-শ্রেণির পরমাণু সাবমেরিন পাবে।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই বছরের শুরুতে জানিয়েছে, তারা ২০২১ সালে তার পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের সময় স্বাক্ষরিত পারমাণু চালিত আক্রমণাত্মক সাবমেরিন চুক্তি পর্যালোচনা করছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, প্রতিরক্ষা বিভাগ তাদের পাঁচ মাসব্যাপী পর্যালোচনা সম্পন্ন করেছে। এই পর্যালোচনা অকাস চুক্তিকে সমর্থন করেছে এবং এটি ‘প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এজেন্ডার সঙ্গে সংগতিপূর্ণ’ বলে নির্ধারণ করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা অনুসারে, অকাসকে ‘পূর্ণ গতিতে এগিয়ে যাওয়া’ উচিত এবং পর্যালোচনায় অকাসকে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সুযোগকে চিহ্নিত করা হয়েছে।’

মার্কিন হাউসের সমুদ্র বিদ্যুৎ বিষয়ক উপকমিটির শীর্ষ ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জো কোর্টনি বলেছেন, পর্যালোচনার সমাপ্তি নিশ্চিত করেছে, চুক্তির কাঠামো  দেশের জাতীয় নিরাপত্তা স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ।

পর্যালোচনা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এটি উল্লেখযোগ্য যে ২০২১ সালের অকাস চুক্তি এখন তিনটি দেশের তিনটি সরকারের পরিবর্তন অতিক্রম করেও টিকে আছে এবং এটি এখনও শক্তিশালীভাবে বিদ্যমান।

২০৩২ সালে সাবমেরিনগুলি বিক্রি শুরু হবে। প্রশান্ত মহাসাগরে বিশেষ করে চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দূরপাল্লার আক্রমণ ক্ষমতা উন্নত করার কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই চুক্তির ফলে আগামী ৩০ বছরে ক্যানবেরার ২৩৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে। সেই সাথে ভবিষ্যতে নিজস্ব জাহাজ তৈরির প্রযুক্তিও অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here