মাঝ আকাশেই এশিয়ানা এয়ারলাইন্সের একটি বিমানের এমার্জেন্সি দরজা খুলেছিলেন দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি। ঘটনার পরই ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। আজ শনিবার তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। এবার পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছে, দমবন্ধ লাগায় তিনি বিমানের দরজাটি খুলেছিলেন।
শুক্রবারের ওই ঘটনায় বিমানের ১৯৪ যাত্রী সবাই বর্তমানে সুস্থ আছেন। তবে তাৎক্ষণিকভাবে কয়েকজন অজ্ঞান হয়ে পড়েছিলেন। কয়েজনের দেখা দিয়েছিল শ্বাসকষ্টও।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলেছে, ‘জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি কর্মকর্তাদের জানিয়েছে, সম্প্রতি চাকরি হারানোর পর তিনি হতাশায় ভুগছিলেন। দমবন্ধ লাগায় জরুরি দরজা দিয়ে তিনি দ্রুত বেরিয়ে জিতে চেয়েছিলেন।’
ওই ব্যক্তি আরও জানিয়েছেন, ‘তার মনে হয়েছিল স্বাভাবিকের তুলনায় ফ্লাইটটি বেশি সময় নিচ্ছিল। তিনি কেবিনের ভেতরে দবন্ধ ঠেকছিলেন।’
সূত্র: আল জাজিরা