বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘বেগম খালেদা জিয়া যদি আপস করতেন, তাহলে এখন বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। বেগম জিয়া সব সময় দেশ ও দেশের মানুষের কথা ভেবেছেন। দেশ ও গণতন্ত্রের জন্য জিয়া পরিবার যে ভূমিকা রেখেছে তা আর কেউ রাখেনি।’
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজন করে নরসিংদী চেম্বার অব কমার্স।
চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তার ও তারেক রহমানের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ গণতন্ত্র, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আমরা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা যুব দলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, চেম্বারের পরিচালক প্রবীর কুমার সাহা, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীসহ বিএনপি ও চেম্বারের সকল সদস্যরা।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করা হয়।

