কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাইসাইকেল নিয়ে রেলক্রসিং পারাপারের সময় ঠাকুরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে রুহুল আমিন নামে এক যুবকেরর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ভাতারমারি ইক্ষু ফার্মের রেলক্রসিং পারাপারের সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার ঘিডোব গ্রামে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার আমিনুল ইমলাম।