অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

0
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই হিসেবে ২০২৬ সালেও হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসর।আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে বসবে ১৬ দলের যুব বিশ্বকাপের এই আসর। 

বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে প্রোটিয়াদের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ বুলবুলিয়াকে। সাম্প্রতিক যুব ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। 

দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ ‘ডি’-তে। একই গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও তানজানিয়া। ১৬ জানুয়ারি ২০২৬ উইন্ডহোকের এইচপি ওভালে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তথ্য জিও সুপারের। 

দল ঘোষণার পর প্রধান কোচ মালিবংওয়ে মাকেতা বলেন, এই ক্রিকেটাররা যেভাবে নিজেদের উন্নতি করেছে, সেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। ১৬ বছর বয়সে তাদের সঙ্গে দেখা হয়েছে, এখনো দেখছি। তারা দেশের জন্য শুধু ক্রিকেটার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠছে।’

এবারের প্রতিযোগিতায় চারটি গ্রুপে ৪টি করে দল থাকছে। ২৩ দিনে হবে ৪১ ম্যাচ। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল যাবে সুপার-সিক্স পর্বে। সেখান থেকে নির্ধারিত হয়ে সেমিফাইনাল ও ফাইনালে লড়বে।

১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও ভারত ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের আসর। প্রথম দিনে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এবং অভিষিক্ত দল তাঞ্জানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। 

বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৭ জানুয়ারি, বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর তিনদিন পর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে ২৩ জানুয়ারি।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দল
মোহাম্মদ বুলবুলিয়া (অধিনায়ক), জেজে ব্যাসন, ড্যানিয়েল বসম্যান, কর্নে বোথা, পল জেমস, এনাথি খিতশিনি তেম্বালেথু, মাইকেল ক্রুইস্ক্যাম্প, আদনান লাগাদিয়েন, বায়ান্ডা মজোলা, আরমান মানাক, বানডিলে মবাথা, লেথাবো ফাহলামোহলাকা, জেসন রাউলস, এনতানদোয়েনকোসি সনি এবং জোরিক ফান স্কাল্কভাইক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here