ইসরায়েলের ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা

0
ইসরায়েলের ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা

গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও আগামী বছরের জন্য বিশাল প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে দখলদার ইসরায়েল। ঘোষণা অনুযায়ী, এ বাজেটের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলার। শুক্রবার (৫ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এই বাজেটের অনুমোদন দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আগামী বছরের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪.৭ বিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছে। যা পূর্বের খসড়ায় ৯০ বিলিয়ন শেকেল (২৮ বিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছিল।

দখলদার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই প্রতিরক্ষা ব্যয় কাঠামোর ওপর সমর্থন জানিয়েছেন। মন্ত্রিসভা আগামী বছরের বাজেট নিয়ে বিতর্ক এখন বিতর্ক চলছে।

আগামী বছরের মার্চের মধ্যে বাজেটটি অনুমোদিত হতে হবে, অন্যথায় নতুন নির্বাচন হতে পারে। কাৎজ বলেন, সামরিক বাহিনী তার যোদ্ধাদের চাহিদা পূরণ করবে এবং রিজার্ভ বাহিনীর ওপর বোঝা কমাতে থাকবে।

বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে সামরিক বাজেট বাড়িয়েছে ইসরায়েল। স্মোট্রিচের কার্যালয় জানায়, ২০২৩ সালের যুদ্ধের প্রাক্কালে ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ৪৭ বিলিয়ন শেকেল (১৪.৫ বিলিয়ন ডলার) বৃদ্ধি পেয়েছে।

২০২৪ সালে গাজায় গণহত্যা, যুদ্ধ এবং লেবাননে হিজবুল্লাহর ওপর হামলায় ব্যয় হয়েছে ৩১ বিলিয়ন ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here