সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের বোয়ালমারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতৈর রেললাইন মাঠে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, আজম খান, আতাউর রশিদ বাচ্চু, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লাসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাতৈর শাহী মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান। দোয়া মাহফিলে বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও মুসল্লি অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান এবং আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

